Climate News
Stay updated with the latest climate-related news and developments in Bangladesh and around the world.
Total News Articles
Latest Update
Active Sources
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় অস্থায়ীভাবে মেঘলা আকাশও দেখা যেতে পারে। তবে দেশজুড়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আজ (সোমবার, ১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই শীতে হিমালয়ে অনেক কম তুষারপাত হচ্ছে, এতে যে ঋতুতে তাদের তুষারাবৃত হয়ে থাকার কথা পর্বতমালার এমন অনেক অঞ্চলের পাথুরে বুক উদাম হয়ে আছে। ফলে এই অঞ্চলের পরিবেশগত পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
রাজধানী ঢাকায় আজ রোববার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ থেকে আগামী কয়েকদিন সারাদেশে তাপমাত্রা কমতে পারে— ফলে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীর তাপমাত্রা আগামী দু-এক দিন এমনই থাকতে পারে। বৃষ্টি না হলে কুয়াশা কাটার সম্ভাবনা কম। আর আজ রাজধানীতে রোদের মুখ দেখা যাবে। গতকালের চেয়ে আজ রোদ বেশিক্ষণ স্থায়ী হতে পারে।
কথায় আছে, 'পৌষের শীত মোষের গায়, মাঘের শীতে বাঘ পালায়'। অর্থাৎ, পৌষের শীতে মোষ কাতর হয়, আর বাঘ জড়সড় থাকে। কিন্তু মাঘের শীতে বাঘও কাতর হয়। পৌষ ও মাঘ, এই দুই মিলে শীতকাল। আর ইংরেজি ক্যালেন্ডার হিসেবে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে জানুয়ারিকে বলা হয় বছরের শীতলতম মাস।
হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় উত্তরণ, ডর্প, ইএসডিও এবং প্রথম আলোর উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন: উপকূলীয় অঞ্চলে এর প্রভাব ও প্রতিকারের উপায়’ শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয় ২৮ ডিসেম্বর ২০২৫ খুলনা প্রেসক্লাবে।
নয়টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক এনজিও একত্র হয়ে গঠন করেছে একটি নতুন জোট। এর নাম দেওয়া হয়েছে ‘ক্লাইমেট অ্যান্ড প্রোট্র্যাকটেড ক্রাইসিস রেসপন্স অ্যালায়েন্স’। বাংলাদেশের বিভিন্ন স্থানে চলমান দীর্ঘস্থায়ী সংকট, বিশেষ করে কক্সবাজারে মানবিক ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ হিসেবে গণ্য করা হচ্ছে এ জোটকে। আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি, বেসরকারি ও কমিউনিটি পর্যায়ে প্রাতিষ্ঠানিক ও অংশীদারত্বমূলক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে জলবায়ু সংকটের বুদ্ধিদীপ্ত সমাধান করতে পারে বাংলাদেশ। যা শুধু জলবায়ু ঝুঁকিই কমাবে না বরং টেকসই সমাধান দেবে। সোমবার বিশ্বব্যাংক প্রকাশিত ‘ফ্রম রিস্ক টু রেজিলিয়েন্স: হেলপিং পিপল অ্যান্ড ফার্মস অ্যাডাপ্ট ইন সাউথ এশিয়া’ শীর্ষক প্রতিবেদনে প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ধরিত্রী সম্মেলনের মাধ্যমে বিশাল যজ্ঞের শুরু। গঠন করা হয় জাতিসংঘের জলবায়ুবিষয়ক কনভেনশন। ১৯৯৪ সাল থেকে ফি বছরই জলবায়ু সম্মেলন হচ্ছে। দিন দিন এর কর্মপরিধিই বেড়েছে। সম্প্রতি সম্ভবত দীর্ঘ সময় ধরে চলা আন্তঃরাষ্ট্রীয় কূটনৈতিক প্রক্রিয়া হচ্ছে জলবায়ু সম্মেলন। এরপরও দেশগুলো কোনো কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না।
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন একটি লঘুচাপ, যা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
