Total News Articles

4

Latest Update

Sep 08, 2025

Active Sources

4

দেশে গরম মানে শুধু থার্মোমিটারের তাপমাত্রা নয়, বরং তা হলো শরীরে অনুভূত হওয়া অস্বস্তিকর ভ্যাপসা অনুভূতি। এটাই মূলত হিট ইন্ডেক্স বা তাপসূচক। গত কয়েকদিন গরমটা খুব ভ্যাপসা অনুভব হচ্ছে। এর কারণ হলো বাতাসের তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার মিলিত প্রভাব। যা আমাদের শরীরকে আরও বেশি গরম অনুভব করায়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে। ফলে অস্বস্তিতে কাটছে জনজীবন। এমন পরিস্থিতিতে দেশের পাঁচ বিভাগের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে তাপমাত্রা কমতে পারে।

গরমের অস্বস্তি আজও

প্রথম আলো September 06, 2025

ভাদ্র মাসের শেষ সময়ে এসে দেশে বৃষ্টি কিছুটা কমেছে। বিপরীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ অবস্থায় গতকাল শুক্রবারের মতো আজ শনিবারও গরমের অস্বস্তি রয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সারা দেশে মৌসুমি বায়ুর কার্যকারিতা কমে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। ফলে গরমের দাপটে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। তবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।